ম্যাকবেথ (Macbeth)
বেহুলার বুকে মাঝে মাঝে বেজে ওঠে হারমোনিকা,
ট্রেন লাল ছুঁলেই শোনা যায় স্টেশন ঘরের সোনাটা।
বুড়োর বয়স খাতা কলমের অঙ্কের অতিক্রম,
লিসার রূপে ঢেকে রাখে নিজেকে, সাক্ষাৎ বড়ই বিষম।
শ্যামলা কপাটের পাঁজর ঘিরে রাখে এটলান্টিস দিনে,
তারারা উকি মারলেই ভেঙে যায়, কে জানে কোন কর্তব্যের ঋণে!
বাতাসে ওরে হার কাঁপানো ব্যর্থ প্রেমের সুর,
রক্ত হিম সাত ঋষির ধ্যান, আলোকবর্ষও কম দুর।
পাঁচ মিনিট। দশ মিনিট। জ্বলেনা সবুজ বাতি,
ভেঙে যায় স্কেল, ভুল হয় নোট, অনিদ্রার কিলে ক্লান্তি।
ফের জমে মেঘ, আজাদের আশায় ম্যাকবেথ,
বদলে যায় বাতির রং আপনা আপনি। একি ভুত, না প্রেত?


Comments
Post a Comment