সিজোফ্রেনিয়া (Schizophrenia)



চির-অমাবস্যায় ডুবতে বরুণের ধামে,

দশ-শত মিস্টিক জ্বালিয়ে রাখে অন্ধের চোখ।

হাইপোথার্মিয়ার উষ্ণ কোলে খুঁজে পাওয়া কঙ্কাল,

অসীম পর্বতের স্রোতে ফোমের চামড়ার তলে,

ফেরায় গ্রাস করা তিন ফুট অবাধ জলে।

কে সইবে তাদের দুঃখ?

কে কাঁদবে তাদের মরণে?


গিলতে আধাঁর সর্বনাশের অসহায়তায়,

সিজোফ্রেনিয়ায় মার্জিত আতঙ্কের কোরাল,

শয়তানের চাকা ঘুরিয়ে কি পেলো সে?

অসফলের মৃদু বিষন্নতায় দু-হাত জড়িয়ে বিশ্বের বুড়ো আঙ্গুল।

তারা কি শুধু একাই ভুলে থাকবে আলঝেইমারে?

দু-ফোঁটা দেহ স্পর্শ করলে ভেসে যাবে আমার অঙ্গ-প্রত্যঙ্গ?

Comments