চার্মিনার (Charminar)
কেনা হয়নি বাপের হাত ঘড়ি, চামড়ার জুতো।
দেওয়া বাকি মাকে জামদানি,
অকালে দুর্বোধ্য শোক, কেনো আমদানি?
নারা দিয়ে ওঠে বিন্বোগামি,
সমুদ্র মন্থন যে এখনও শেষ হয়নি!
ফিলোটেস তিন পথিকের আচ্ছাদনে,
ব্যর্থ ইরোস আপন মনে।
ফুরিয়ে এসেছে আঙ্গুলের ফাঁকে চার্মিনার,
টিপ্ টিপ্ পায়ে আসন্ন কল্কি অবতার।


Comments
Post a Comment