সীতা (Sita)



শূন্য সুটকেস হাতে বিদায় অন্য ট্রেনে,

জানি দেখা মিলবে না আর।

মিললেও চিনবেনা বিদেশীর এই অলঙ্কার।


পকেটের পেনটা আঁকবে তোমার আকাশের চাঁদ,

শশীর আঁচিলে ফুটবে আমাদের সাক্ষাৎ।

দেখবেনা তুমি একা, আমিও থাকবো সাথে,

কোনো সুদূর অচেনা দেশে।


তোমার চোখের পলকে উকুলেলের স্ট্রাম,

আমার স্বর-ভাঙ্গা রবে তোমার কোকিলা কণ্ঠ।

ছোটলোকের ছোটলোকামি - এই শুরু, এই শেষ!

রাত এখনও বাকি। 

Comments