খেয়ালী নদী (Whimsical River)
ফেলে দিয়েছি আজকের ইন্দেরাল, সেরটা,
স্তব্ধ আমার অহম তোমার প্রবাহে।
ভেসে যাচ্ছে আমার রানওএ দেহের পোড়া ছাই তোমার গভীর জলে,
মেলাচ্ছে আমার পোড়া চামড়ার গন্ধ তোমার ভিজে মাটির মনমাতানো ঘ্রাণে,
শিথিল হয়ে পরছে আমার মারাত্মক তাপ তোমার ঠান্ডা জলে।
পেরোচ্ছে অনেক পথ হারানো প্রেমিক তোমার বুক বেয়ে,
পড়ছে কেও, যাচ্ছে ভেসে তোমার স্রোতে,
আবার হাঁটছে অজস্র পথিক তোমার চর ধরে,
কিন্তু তারা কি জানে এই ভেসে যাওয়া ছাইয়ের কাহিনী?
অজস্র তোমার শাখা প্রশাখা,
বইছে সেই একই অনন্ত সমুদ্রের স্থিতির আখাঙ্কাই।
অসংখ্য তোমার উপাসক,
মুগ্ধ আমি তাদের পূর্ণিমা আরতি তে,
সেই ঈষদুষ্ণ তাপেই তপ্ত আমার শীতের আকাশ,
আলোকিত আমি তোমার সপ্তর্ষি রূপে।
তুমিই মায়া, তুমিই ইলেক্ট্রা, তুমিই সালেনো, মেরোপ, তেইগেটা, অস্তেরোপ স্তেরোপ, এ্যলসায়ন।
তোমাতেই আমার উৎপন্ন, আমিই তোমার নীল আভা,
তোমার স্বর্গীয় মহাসমুদ্রের আমিই অমিয়।
চারশো আলোকবর্ষ ও ক্ষুদ্র, লানিয়াকেয়ার কাছে।
বিরহ?
কোথায় বিরহ?
.jpeg)

Comments
Post a Comment